Site icon Jamuna Television

একজন এমি মার্টিনেজের গল্প

পিটার চেক ও ডেভিড অসপিনার সাথে এমিলিয়ানো মার্টিনেজ (বায়ে)

ছবিতে পিটার চেক ও ডেভিড অসপিনার সাথে এমিলিয়ানো মার্টিনেজ। আর্সেনালে ১০ বছর অপেক্ষা করে নিজেকে প্রমাণ করেন এমি, কিন্তু কেবলই তা গানারদের নাম্বার ওয়ান গোলরক্ষক বার্নড লেনোর কাছে জায়গা হারানোর জন্য।

এমি চলে গেলেন অ্যাস্টন ভিলায়। একের পর এক সেভ ও ম্যাচের পর ম্যাচ ক্লিনশট রেখে যাচ্ছিলেন এমি মার্টিনেজ। আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনির উপেক্ষা শেষ হয়নি তাতে। অবশেষে স্কালোনির প্রথম পছন্দ ফ্রাঙ্কো আরমানির কোভিড-১৯ পজেটিভ আসলে সুযোগ পান এমি।

কলম্বিয়ার বিপক্ষে সেমিফাইনালে বরাবরের সেই উপেক্ষিত এমি মার্টিনেজই হলেন দলের ত্রাতা, হলেন আর্জেন্টাইন হিরো। হারিয়ে দিলেন ডেভিড অসপিনাকে, যার কারণে বেঞ্চে কেটেছে কেবল কয়েকটি দিন না, এমির কয়েকটি মৌসুম।

এমির গল্পটা তাই গৌরবময় অনিশ্চয়তার গল্প। অপেক্ষার ও উপেক্ষার পর নিজেকে প্রমাণের গল্প। হার না মানা এক সেনানীর জীবনের গল্প।

Exit mobile version