Site icon Jamuna Television

গাইবান্ধায় আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎ স্পৃট হয়ে যুবকের মৃত্যু। ছবি: সংগৃহীত

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার সাদুল্লাপুরে বাসার ছাদে আর্জেন্টিনার পতাকা টানতে গিয়ে স্বপন মন্ডল (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (৭ জুলাই) দুপুরে সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের খোর্দ্দরসুলপুর মোংলা বন্দরে এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জামালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নুরুজ্জামান মন্ডল। স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, আর্জেন্টিনার ফুটবল খেলার ভক্ত ছিলেন স্বপন মিয়া। বুধবার দুপুরে স্বপন তার বাসার ছাদে উঠে পতাকা টানছিলেন। এ সময় হঠাৎ করে ৩৩ কেভি বৈদ্যুতিক তারে জড়িয়ে যান স্বপন। পরে মাটিতে লুটিয়ে পড়ে জ্ঞান হারান তিনি। পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মৃত্যু হয় স্বপনের।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা জানান, ঘটনাটি তিনি লোকমুখে শুনেছেন। তবে এ ঘটনায় কেউ কোন লিখিত অভিযোগ করেনি।

Exit mobile version