Site icon Jamuna Television

নিজ বাসভবনে হাইতির প্রেসিডেন্টকে গুলি করে হত্যা

হাইতির প্রেসিডেন্ট জোভেনেল ময়েস।

নিজস্ব বাসভবনে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন হাইতির প্রেসিডেন্ট জোভেনেল ময়েস। দেশটির অন্তর্বর্তী প্রধানমন্ত্রী ক্লাউডি জোসেফ এ তথ্য নিশ্চিত করেছেন। এ নিয়ে বুধবার একটি বিবৃতি দিয়েছেন তিনি।

বিবৃতিতে বলা হয়, সশস্ত্র একটি দল প্রেসিডেন্ট জোভেনেলের বাড়িতে মাঝরাতে হামলা চালায় এবং তাকে গুলি করে হত্যা করে। হামলায় প্রেসিডেন্টের স্ত্রীও আহত হয়েছেন।

দরিদ্র এই ক্যারিবিয়ান দেশটিতে ক্রমবর্ধমান সহিংসতার মধ্যেই এই হামলা হলো। দেশটি এখন মানবিক সঙ্কট ও খাদ্যের সংকটের মুখোমুখি হওয়ার ব্যাপক আশঙ্কা রয়েছে।

২০১৩ সালে ময়েস রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব নেওয়ার পর থেকে তীব্র প্রতিবাদের মুখোমুখি হয়েছেন। বিরোধীরা এই বছর তার ম্যান্ডেটকে অবিচ্ছিন্ন এবং স্বৈরাচারী বলে অভিযোগ করেছে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছিলেন ময়েস।

ইউএইচ/

Exit mobile version