Site icon Jamuna Television

কক্সবাজারে তরুণীকে অ্যাসিড নিক্ষেপের মূল হোতা গ্রেফতার

অ্যাসিড নিক্ষেপের মূল হোতা ভুট্টো।

কক্সবাজার প্রতিনিধি:

মঙ্গলবার (৭ জুলাই) রাতে রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের মাঝিরকাটা এলাকা থেকে রামুতে তরুণীকে অ্যাসিড নিক্ষেপের মূল হোতা নুরুল আবছার ভুট্টোকে গ্রেফতার করেছে কক্সবাজার জেলা পুলিশ।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল হোসেন সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত আসামিকে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে। আদালতে সোপর্দ করে তার রিমান্ড চাওয়া হবে বলে জানান তিনি।

এর আগে মঙ্গলবার রাতে অ্যাসিড দগ্ধ তৈয়ুবা বেগমের পিতা মোজাফ্ফর আহমদ বাদী হয়ে নুরুল আবসার ভূট্টোকে প্রধান আসামি করে রামু থানায় মামলা দায়ের করেন। গ্রেফতার ভুট্টো গর্জনিয়া মাঝিরকাটা এলাকার বাদশা মিয়ার ছেলে।

মঙ্গলবার ভোররাতে মায়ের সাথে প্রাকৃতিক কর্ম সারতে বের হলে তৈয়ুবার উপর অ্যাসিড নিক্ষেপের ঘটনা ঘটে। এতে তার মুখমণ্ডল ও চোখ ঝলসে যায়। বর্তমানে তৈয়ুবা জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আগামী শুক্রবার তৈয়ুবার বিয়ে হওয়ার কথা ছিল।

Exit mobile version