Site icon Jamuna Television

ভারতে স্বাস্থ্য-শিক্ষাসহ বেশ কয়েকজন মন্ত্রীর একযোগে পদত্যাগ

ফাইল ছবি।

ভারতের মন্ত্রিসভায় ব্যাপক পরিবর্তন আসছে। এরই মধ্যে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন, শিক্ষামন্ত্রী পোখলিয়া নিশাঙ্কসহ বেশ কয়েকজন মন্ত্রী তাদের পদত্যাগপত্র জমা দিয়েছেন।

২০১৯ সালে নরেন্দ্র মোদি সরকার টানা দ্বিতীয় বার ক্ষমতায় আসার পর এটিই প্রথম মন্ত্রিসভার রদবদল। বলা হচ্ছে আগামী বছর বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে মন্ত্রিসভা ঢেলে সাজানো হচ্ছে।

ভারতীয় গণমাধ্যম গুলো বলছে, আজ সন্ধ্যায়ই নতুন মন্ত্রীদের শপথ গ্রহণ হতে পারে। এদিন মন্ত্রী পদে শপথ নিতে পারেন অন্তত ৪৩ জন।

ইউএইচ/

Exit mobile version