Site icon Jamuna Television

ব্রাজিলিয়ানদের সঙ্গে বসে আর্জেন্টিনার জার্সি পরে খেলা দেখবেন মাহি

নায়িকা মাহিয়া মাহি।

ফুটবলে মাহির প্রিয় দল মেসির আর্জেন্টিনা। আগামী রবিবার (১১ জুলাই) কোপা আমেরিকার শিরোপার লড়াইয়ে মাঠে নামছে আর্জেন্টিনা এবং ব্রাজিল। এ নিয়ে হাজারো ভক্তের মতো উন্মাদনা অভিনেত্রী মাহিয়া মাহির মনেও।

সেমিফাইনালে আর্জেন্টিনার জয়ের পর সেই উন্মাদনা প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। কলম্বিয়ার সাথে সেমিফাইনাল জিতে আর্জেন্টিনা ফাইনালে উঠার আনন্দে নিজের ফেসবুকে মাহিয়া মাহি লিখেছেন, ইনশাআল্লাহ ফাইনালে ব্রাজিলিয়ানদের সঙ্গে বসে আর্জেন্টিনার টি-শার্ট পরে খেলা দেখব। বুকভরা আশা নিয়ে এখন ঘুমাইতে গেলাম।

মাহির মতো এমন আশা নিয়ে দীর্ঘসময় পর কোনো শিরোপা জেতার আনন্দ নিতে খেলা দেখতে বসবে বহু আর্জেন্টাইন দর্শক। সময় বলে দেবে, আর্জেন্টিনা শেষ হাসি হাসবে নাকি আরেকটি ফাইনালের ট্রাজেডি দেখবে সেলেসাও সমর্থকেরা।

Exit mobile version