Site icon Jamuna Television

বিয়ের বাকি দুইদিন, বন্ধ ফ্ল্যাটে প্রবাসীর লাশ

ছবি: প্রতীকী

কুমিল্লা শহরের বজ্রপুর এলাকার একটি বাসা থেকে এক প্রবাসীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সৌদিপ্রবাসী মজিবুর রহমান স্বপন ভবনটির তৃতীয় তলায় ভাড়া থাকতেন। স্বজনরা জানায়, আগামী শুক্রবার মজিবুর রহমানের বিয়ে হওয়ার কথা ছিল। বুধবার সকাল থেকে দিনভর তাকে মোবাইল ফোনে না পেয়ে উদ্বিগ্ন হয়ে ওঠেন স্বজনরা। এক পর্যায়ে রাতে ফ্ল্যাটের দরজা ভেঙে ঘরে ঢুকে বিছানায় মজিবুরের মরদেহ দেখতে পান তারা।

খবর পেয়ে মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায় পুলিশ। প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

Exit mobile version