Site icon Jamuna Television

ভুল করে রামোসের চুক্তির বিষয়ে জানিয়ে দিলো পিএসজি

সংগৃহীত

রিয়াল মাদ্রিদের সাথে সম্প্রতি চুক্তি শেষ হয়ে গিয়েছে স্প্যানিশ ডিফেন্ডার সার্জিও রামোসের। ৩৫ বছর বয়সী রামোসকে দলে টানতে বড় বড় কিছু দল চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাকে দলে ভিড়িয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)।

তবে চুক্তির অফিশিয়াল ঘোষণার আগেই ভুল করে রামোসের জার্সি নাম্বার উন্মোচন করে দিয়েছে প্যারিসের ক্লাবটি, এমনটাই দাবি স্পোর্টস সাময়িকী গোল ডট কমের।

গোল ডট কমের প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (৭জুলাই) পিএসজির পক্ষ থেকে চুক্তির অফিশিয়াল ঘোষণা আসার কথা রয়েছে। তবে এর আগেই ক্লাবটির ওয়েবসাইটে ভুল করে রামোসের জার্সি নম্বর পোস্ট করে দেয় ক্লাবটি। পোস্টে বলা হয় রামোসের জার্সি নম্বর হবে ‘৪’।

২০১০ বিশ্বকাপজয়ী ডিফেন্ডার সার্জিও রামোস ২০০৫ সালে সেভিয়া থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেয়। লস ব্লাঙ্কোসদের হয়ে ৬৭১ ম্যাচ খেলে ১০১ গোলে অবদান রেখেছেন এই ডিফেন্ডার। জিতেছেন ২২টি শিরোপা। সম্প্রতি ক্লাবের সাথে বেতন নিয়ে সমঝোতায় আসতে না পেরে চুক্তি নবায়ন করেননি তিনি।

Exit mobile version