Site icon Jamuna Television

ফোন হয়ে যাবে ড্রোন!

সংগৃহীত ছবি

পাখির চোখে যেকোনো দৃশ্য দেখতে কার না ভালো লাগে। আর পাখির চোখে দেখতে হলে প্রয়োজন ড্রোন। কিন্তু সাধারণের ক্রয় ক্ষমতার বাহিরে ও বহনে অসুবিধাজনক হওয়ায় অনেকেই এই প্রযুক্তি ব্যবহার করার সুযোগ পাচ্ছে না। এবার সেই চাহিদা মেটাতেই নতুন প্রযুক্তির উপর কাজ করছে চীনা স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থা ভিভো। ​খবর হিন্দুস্তান টাইমসের।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী ভিভো এমন একটি ড্রোনের উপর কাজ করছে, যা তাদের স্মার্টফোনের সঙ্গে ইন্টিগ্রেটেড থাকবে।

ভিভোর এই প্ল্যানের ছবিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেই প্ল্যান অনুযায়ী ফোনের মধ্যেই থাকবে বিশেষ ডিট্যাচিং মেকানিজম। তার মাধ্যমেই ফোনের দুটি ক্যামেরা ও কিছুটা অংশ বিচ্ছিন্ন হয়ে যাবে মূল বডি থেকে। এটিকেই উড়ানো যাবে ড্রোনের মতো, ফোনকে ব্যবহার করা যাবে রিমোট হিসেবে। থাকছে চারটি ফ্যান, দুটি ইনফ্রারেড সেন্সরও।

এর আগে গত বছর এই প্রযুক্তির পেটেন্ট জমা করেছে ভিভো। এই ফোন কবে নাগাদ বাজারে আসতে পারে, আদৌ আসবে কিনা, সে বিষয়ে কিছু জানায়নি স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থাটি।

Exit mobile version