Site icon Jamuna Television

টোকিও অলিম্পিকে নিষিদ্ধ হতে যাচ্ছে দর্শকরা

টোকিও অলিম্পিকে বিদেশি দর্শকদের পর এবার স্থানীয় দর্শকদেরও মাঠে প্রবেশে নিষেধাজ্ঞা আসতে পারে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রয়টার্সের প্রতিবেদনটিতে বলা হয়, আজ বৃহস্পতিবার (৭ জুলাই) সন্ধ্যায় অলিম্পিক আয়োজক কমিটির এক সভায় দর্শকদের বিষয়ে সিদ্ধান্তে পৌঁছানো হবে। দেশটিতে চলমান করোনা পরিস্থিতির জন্য এমন সিদ্ধান্ত নেয়া হতে পারে।

দেশটির মেডিকেল বিশেষজ্ঞরা গত কয়েক সপ্তাহ ধরে বলে আসছে, দর্শকদের প্রবেশ করতে না দেয়াই সবচেয়ে কম ঝুঁকিপূর্ণ হবে। নতুবা হাজার হাজার অ্যাথলেট এবং কর্মকর্তাদের আগমন জাপানের করোনা সমস্যাকে আরও বাড়িয়ে দিবে।

বৃহস্পতিবার টোকিও পৌঁছানো আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) সভাপতি থমাস বাখের সভাপতিত্বে সন্ধ্যায় আলোচনার কথা রয়েছে। অন্যান্য অংশগ্রহণকারীদের মধ্যে টোকিও এবং জাতীয় সরকার এবং প্যারালিম্পিক কর্মকর্তারা অন্তর্ভুক্ত রয়েছে।

এবিষয়ে আয়োজক কমিটির তত্ক্ষণাত কোনও মন্তব্য পাওয়া যায়নি।

Exit mobile version