Site icon Jamuna Television

সমকামীদের ভালোবাসার গল্পে সারা

সমকামীদের ভালোবাসার গল্প 'নখরেওয়ালি'তে সারা

ছবি: সংগৃহীত

বলিউডের প্রথম সারির স্টারকিডদের মধ্যে অন্যতম সারা আলি খান। যিনি বর্তমানে বি-টাউনের অন্যতম আলোচিত একজন অভিনেত্রী। সম্প্রতি পরিচালক আনন্দ এল রাইয়ের ‘আতরঙ্গি রে’ সিনেমায় প্রথমবার অক্ষয় কুমার এবং ধনুষের সঙ্গে পর্দায় হাজির হতে যাচ্ছেন। ইতিমধ্যেই শেষ হয়েছে সিনেমার শুটিং।

এবার শোনা যাচ্ছে, ফের আরেকবার আনন্দ এল রাইয়ের সঙ্গে কাজ করতে চলেছেন সারা।

সিনেমাটির নাম ‘নখরেওয়ালি’। যেখানে মুখ্যচরিত্রে দেখা যাবে এই অভিনেত্রীকে। সিনেমাটিতে সমকামীদের ভালোবাসার গল্পকে তুলে ধরা হবে। মূলত সমাজে সচেতনতা বাড়াতেই এমন ধারার গল্প নিয়েই কাজ করতে চলেছেন আনন্দ এল রাই।

এনএনআর/

Exit mobile version