Site icon Jamuna Television

গাজীপুরে জরুরি ফ্রি অক্সিজেন সার্ভিসের উদ্বোধন

গাজীপুর মহানগর যুবলীগের আহবায়ক কামরুল আহসান সরকার রাসেলের উদ্যোগে তার বাসভবনে ফ্রি অক্সিজেন সার্ভিসের উদ্বোধন করা হয়।

গাজীপুর প্রতিনিধি:

মহামারী করোনাভাইরাস এর প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় গাজীপুরে জরুরি ফ্রি অক্সিজেন সার্ভিসের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জুলাই) দুপুরে গাজীপুর মহানগর যুবলীগের আহবায়ক কামরুল আহসান সরকার রাসেলের উদ্যোগে তার বাসভবনে এ সার্ভিসের উদ্বোধন করা হয়।

এসময় তিনি বলেন, সারাদেশ আজ মহামারি করোনাভাইরাসে আক্রান্ত। বাংলাদেশেও এই ভাইরাস মহামারী আকার ধারণ করেছে। যারা করোনায় আক্রান্ত হয়ে বিছানায় ছটফট করছে আত্মমানবতার সেবায় গাজীপুর মহানগর যুবলীগ এর প্রত্যেকটি নেতাকর্মী সেসব অসহায় মানুষের পাশে দাঁড়াবে।

তিনি আরও বলেন, ফ্রি অক্সিজেন সার্ভিস সেবা পাবার জন্য হট লাইন নাম্বারে ফোন করলেই স্বেচ্ছাসেবকরা অক্সিজেন নিয়ে হাজির হবে। আপাতত গাজীপুর মহানগরেই এ সেবা প্রদান করা হচ্ছে বলে জানান এ যুবলীগ নেতা।

Exit mobile version