Site icon Jamuna Television

তামাবিল সীমান্তে শিশু সহ ৩ নাইজেরিয়ান আটক

তামাবিল এলাকা থেকে শিশুসহ ৩ নাইজেরিয়ান নাগরিককে আটক করা হয়।

সিলেট প্রতিনিধি:

সিলেটের তামাবিল এলাকা থেকে শিশুসহ ৩ নাইজেরিয়ান নাগরিককে আটক করা হয়। বৃহস্পতিবার (৮ জুলাই) সকালে গোপন তথ্যের ভিত্তিতে তামাবিল স্থলবন্দরে বাংলাদেশ ভূখণ্ডের প্রায় দেড় কিলোমিটার ভেতর থেকে গোয়েন্দা সংস্থার একটি দল তাদেরকে আটক করে।

আটককৃতরা হচ্ছে, ইমনানুল ননমেদি ওয়াগাওয়াম (৪২) তার স্ত্রী পাউল ইবুদি অকিচুকাও (২৭) ও ফেবুর অসিনাচি ওয়াগাওয়াম নামের তাদের সাড়ে ৩ বছরের কন্যা।

বিষয়টি নিশ্চিত করেন গোয়াইনঘাট থানার ওসি পরিমল দেব জানান, গোয়েন্দা সংস্থার একটি দল তামাবিল স্থলবন্দর এলাকা থেকে শিশুসহ তিনজনকে আটক করে। দুপুরে গোয়াইনঘাট থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়াধীন। ইতোমধ্যে নাইজেরিয়ান নাগরিকদের কাছ থেকে ৩টি পাসপোর্ট, ১টি ড্রাইভিং লাইসেন্স, ১টি ইন্ডিয়ান আধার কার্ড, ১টি নাইজেরিয়ান এনআইডি কার্ড, ১৬০০ ইউএস ডলার ও ২৮০ ইন্ডিয়ান রুপি জব্দ করা হয়েছে। তারা বৈধ পথে বাংলাদেশে এসেছে কিনা এ বিষয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। এ ঘটনায় পুলিশের সাথে ইমিগ্রেশন পুলিশও কাজ করে যাচ্ছে বলে জানান তিনি।

Exit mobile version