Site icon Jamuna Television

কাঁচপুরে বকেয়া বেতনের দাবিতে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ, অবরুদ্ধ মহাসড়ক

সোনারগাঁ এ বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেছে গার্মেন্টস শ্রমিকরা।

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন গার্মেন্টস শ্রমিকরা। বৃহস্পতিবার (৮ জুলাই) সকাল ৯ টার দিকে উপজেলার শিল্প নগরী কাঁচপুরে সিনহা এন্ড ওপেক্স গ্রুপের শ্রমিকরা দুই মহাসড়কের রাস্তার মাঝে আড়াআড়িভাবে ট্রাক, পিক আপ ভ্যান ও বিদ্যুতের খুঁটি ফেলে রাস্তা অবরোধ করে। এসময় শ্রমিকরা লাঠি হাতে তাদের দাবি আদায়ে বিক্ষোভ প্রদর্শন করে বিভিন্ন শ্লোগান দেয়।

গার্মেন্টস শ্রমিকদের রাস্তা অবরোধের ফলে দুই মহাসড়কে কয়েকশ মালবাহী যানবাহন ও প্রাইভেট কার আটকে পড়ে। ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। তবে শ্রমিকরা কোন ভাংচুর করেননি। খবর পেয়ে সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার মো. আতিকুল ইসলাম, নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ-অঞ্চল) মো. বিল্লাল হোসেন, সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হন।

সকাল ৯ টায় শুরু হওয়া শ্রমিক আন্দোলন দুপুর ১ টা পর্যন্ত চলেছে। শ্রমিকরা জানান, এর আগেও আমরা বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করেছি। পুলিশের পক্ষ থেকে মালিক পক্ষের সঙ্গে কথা বলে আমাদের বেতন পরিশোধের আশ্বাস দেয়া হয়। কিন্তু তবু এই সমস্যার কোন সমাধান হয়নি। আমাদের তিন মাসের বেতন বকেয়া রয়েছে। এখন সরকারের লক ডাউন চলছে। আমাদের বাড়ি ভাড়া, সংসার খরচ চালাতে পারছি না। অনেক পরিবার না খেয়ে দিন পার করছে। আমাদের দেখার মত কেউ নেই। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে।

সোনারগাঁ উপজেলা উপজেলা নির্বাহী অফিসার মো. আতিকুল ইসলাম জানান, কাঁচপুরে শ্রমিকদের রাস্তা থেকে ফেরানোর চেষ্টা চলছে। আশা করছি দ্রুত যান চলাচল স্বাভাবিক হবে। সিনহা এন্ড ওপেক্স গ্রুপের মালিক পক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

Exit mobile version