Site icon Jamuna Television

দুর্দান্ত সেঞ্চুরিতে প্রত্যাবর্তনের টেস্ট রাঙালেন মাহমুদউল্লাহ

ক্যারিয়ার সেরা ইনিংসে দেশকে জয় উপহার দিয়েই বিদায় নিলেন মাহমুদউল্লাহ ছবি: সংগৃহীত

জিম্বাবুয়ের বিরুদ্ধে সিরিজে হারারেতে একমাত্র টেস্টে সেঞ্চুরি হাঁকালেন টাইগার ক্রিকেটের ডার্ক নাইট মাহমুদউল্লাহ। ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরিতে বাংলাদেশ এখন হারারে টেস্টে চালকের আসনে। সাথে তাসকিন আহমেদও যেন অলরাউন্ডার হয়ে ওঠার আভাস দিচ্ছেন। ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি নিয়ে ব্যাট করছেন তিনি মাহমুদউল্লাহর সাথে। নবম উইকেট জুটিতে দুজনের অবিচ্ছিন্ন ১৩৪ রানের জুটিতে দ্বিতীয় দিনের লাঞ্চ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ৪০৪।

৪৯ তম টেস্টের পর বাদ পড়লেন টেস্ট স্কোয়াড থেকে। ফিরে আসার সম্ভাবনাও হয়ে গেল ক্ষীণ। ৫০ তম টেস্ট আর খেলা হবে কিনা সেটাও হয়ে গেল এক বড় প্রশ্ন। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে টেস্টে থাকলেন না স্কোয়াডে। তারপর আবার ফিরেও আসলেন, অপ্রত্যাশিত ডাক পেলেন স্কোয়াডে। ৮ জন ব্যাটার নিয়ে মাঠে নামলো বাংলাদেশ। মাহমুদউল্লাহর মতো টেকনিক্যালি দক্ষ ব্যাটারের জায়গা হলো সিক্স ডাউনে। নামলেন দল যখন ১৩২ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকছে। তারপর ব্যাট করেই চলেছেন তিনি। লিটন ৯৫ রানের গ্ল্যামারাস ইনিংস খেলে নিয়েছেন বিদায়। শেষ স্বীকৃত ব্যাটার মেহেদি মিরাজ ফিরেছেন গোল্ডেন ডাক পেয়ে।

তাসকিন আহমেদকে নিয়ে জুটি গড়ার সময় ভিন্ন কোনো পরিকল্পনা করেছিলেন কিনা জানা নেই। তবে মাহমুদউল্লাহর সাথে ব্যাট করার সময় বোলাররাও কিভাবে যেন আত্মবিশ্বাস পেয়ে যায়। হয়ে যান মোটামুটি মানের ব্যাটসম্যান। বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে শফিউলকে সাথে নিয়ে ম্যাচজয়ী সেই ইনিংসের পর আবারও সেই ভূমিকায় ফিরলেন মাহমুদউল্লাহ। ২১৫ বলের সংযম ও আক্রমণের মিশেলে গড়া এই ১১২ রানের অপরাজিত ইনিংসে বাকিরা দেখতে শিখে নিতে পারে টেস্ট ব্যাটিং এর প্রাথমিক কোর্স। আর বহু প্রতিকূলতার বিরুদ্ধে ৫০ তম টেস্ট খেলতে নেমে শতক হাঁকানো এই ইনিংসটা হয়তো জায়গা পাবে বাংলাদেশের গুরুত্বপূর্ণ টেস্ট ইনিংসের একটি হিসেবে।

Exit mobile version