Site icon Jamuna Television

খেতে পছন্দ করেন, বিয়েতেও পরলেন ফুচকার গহনা!

বিয়ের আসরে ফুচকার গহনা পরা কনে। ছবি: সংগৃহীত

ফুচকার জনপ্রিয়তা নিয়ে নতুন কিছু বলার নেই। ফুচকা এমন এক খাবার যা দেখে জিভে জল আসে অনেকের। বিশেষ করে তরুণীদের পছন্দের খাবারের তালিকায় শীর্ষে ফুচকা।

তবে ফুচকাপ্রেমী এক তরুণী ফুচকার প্রতি নিজের ভালোবাসা প্রকাশ করেছেন
অভিনব কায়দায়। যা দেখে অনেকের কাছে বাড়াবাড়ি মনে হতে পারে। বিয়ের গহনা হিসেবে ফুচকার মালা ও মুকুট পরেছেন তিনি।

তার বিয়ের একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওতে দেখা গেছে, ভারতের ওই তরুণী বিয়ের দিন ফুচকার তৈরি মালা পরে কনের সাজে বসে আছেন।

এমনকি তার সামনেও বিশাল এক থালায় সাজানো রয়েছে ফুচকা। বিয়ের আনুষ্ঠানিকতার শুরুতেই তার মাথায় পরিয়ে দেয়া হয় ফুচকার মুকুট। মুকুট পরে কনের মুখে হাসি ফুটে ওঠে।

এদিকে ওই কনের ফুচকাণ্ডের ভিডিও দেখে প্রশংসা করেছেন অনেকে। একজন মন্তব্য করেছে, কেন মেয়েরা এতো ফুচকা পছন্দ করে?

আরেকজন মন্তব্য করেছে, গহনা হিসেবে ফুচকা মজাদার, সুস্বাদু এবং সাশ্রয়ী।

আরেকজন লিখেছে, খরচ কম, খেতে মজা এবং দেখতেও সুন্দর!
অনেকেই আবার তাদের বিয়েতেও ফুচকার গহনার পরবেন বলে মন্তব্য করেছেন।

Exit mobile version