Site icon Jamuna Television

খালেদা জিয়ার জামিন বিষয়ে সরকারের হস্তক্ষেপ নেই: কাদের

খালেদা জিয়ার জামিন নিয়ম অনুযায়ী হবে; এতে সরকারের কোনো ধরনের হস্তক্ষেপ নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রোববার বিকেলে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির প্রথম সভায় তিনি এ কথা বলেন।

ক্ষমতায় থাকার সময় অন্যায় করে কোনো অপরাধী ছাড় পায়নি বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। বলেন, আওয়ামী লীগের কেউ অপরাধ করলে সেও ছাড় পাবে না। সেই জায়গায় বিএনপির নেত্রী এতো বড় অন্যায় করে কীভাবে ছাড় পাবে?

ওবায়দুল কাদের বলেন, বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন তাই খালেদা জিয়ার জামিন হলে তা আদালতের নিয়ম মেনেই হবে।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version