Site icon Jamuna Television

উ. কোরিয়ার সাথে যেকোনো আলোচনার লক্ষ্য পরমাণু কর্মসূচি বন্ধ: যুক্তরাষ্ট্র

উত্তর কোরিয়ার সাথে যুক্তরাষ্ট্রের যেকোনো আলোচনার মূল লক্ষ্য পরমাণু কর্মসূচি বন্ধ করা। রোববার, মার্কিন পররাষ্ট্র দফতর ও হোয়াইট হাউজের পক্ষ থেকে দেয়া হয় এই বিবৃতি।

এর আগে, শীতকালীন অলিম্পিকের সমাপনী আসরের পাশাপাশি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায় ইনের সাথে অজ্ঞাত স্থানে বৈঠক করে উত্তর কোরিয়ার প্রতিনিধি দল। সেসময়, তারা যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেন।

প্রেসিডেন্ট মুনের দফতর জানায়, দুই কোরিয়ার সুসম্পর্কের সাথে সাথে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক
উন্নয়নে আগ্রহী পিয়ংইয়ং। এর জবাবে, ওয়াশিংটন জানিয়েছে- সংলাপে বসতে চাইলেও বহাল থাকবে উত্তর কোরিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা। আর তার মূল বিষয়বস্তু হবে পরমাণু কর্মসূচি বন্ধ করা।

গত সপ্তাহেই, দেশটির ওপর নতুন করে একদফা নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। অলিম্পিকের সমাপনী অনুষ্ঠানে ট্রাম্প কন্যা ইভানকা এবং কোরিয়ান প্রতিনিধিরা একই মঞ্চে থাকলেও তাদের মধ্যে কোনো ধরনের কথা হয়নি।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version