Site icon Jamuna Television

করোনা পজেটিভ শুনে পালালো স্বামী, স্ত্রীর লাশ পড়ে আছে মর্গে

আসমা আক্তারে মৃতদেহ পরে আছে চমেক হাসপাতালে

চট্টগ্রাম ব্যুরো:

জ্বর, সর্দি, কাশিতে আক্রান্ত ছিলেন ৩৮ বছর বয়সী আসমা আক্তার। ৬ জুলাই তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন তার স্বামী মোজাম্মেল। র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টে আসমার শরীরে ধরা পড়ে করোনা। এই খবর শুনেই পালিয়ে যায় তার স্বামী।

করোনা ইউনিটে ভর্তির একদিন পর বুধবার রাত ১টার দিকে মৃত্যু হয় আসমার। খবর জানাতে হাসপাতালের কর্মীরা রেজিস্টারে উল্লেখিত তার স্বামীর মোবাইলে ফোনে কল করলে বন্ধ পায়। কোনো আত্মীয়স্বজন না পাওয়ায় আসমা আক্তারের মরদেহ রাখা হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে। আসমার বাড়ি চট্টগ্রামের ডবলমুরিং থানার মৌলভীপাড়ায়।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভূঁইয়া জানান, আসমাকে ভর্তির পর থেকে স্বামী বা তার অন্য কোন স্বজন যোগাযোগ করেনি। স্বামীর ফোনও বন্ধ পাওয়ায় মরদেহ আপাতত মর্গে রাখা হয়েছে।

Exit mobile version