Site icon Jamuna Television

ভাইরাল হওয়া লাশের সারির ভিডিওটি ময়মনসিংহ মেডিকেলের নয়

ভাইরাল হওয়া ভিডিও'র অংশবিশেষ

ময়মনসিংহ প্রতিনিধি:
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, হাসপাতালের সামনের রাস্তায় সারিবদ্ধ লাশ রাখা। ভিড় করে মানুষ সেই লাশ দেখছে। ভিডিওর ক্যাপশনে লেখা, এটি ইন্ডিয়ার কোন চিত্র নয়, ময়মনসিংহ মেডিকেলের চিত্র।

সারাদেশে ছড়িয়ে পড়া ভিডিওটির সত্যতা জানতে যমুনা টিভি যোগাযোগ করে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা বিষয় মুখপাত্র ডা. মহিউদ্দিন খান জানান, যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেটি একটি ভুয়া ভিডিও। ময়মনসিংহ মেডিকেলের ভিডিওচিত্র এটি নয়। এটি অন্য কোনো হাসপাতালের। তিনি বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষ থেকে ফেসবুকে ভিডিওটি নিয়ে একটি পোস্ট করা হয়েছে। সেখানে এই ভিডিওটি ভুয়া বলে জানানো হয়েছে।

যমুনা টিভির রাজশাহী ব্যুরো চিফ শিবলী নোমান নিশ্চিত করেছেন, ভিডিওতে যে লাশগুলো দেখা গেছে তা করোনায় আক্রান্তদের নয়, সেগুলো গত ২৬ মার্চ রাজশাহীর কাটাখালীতে সড়ক দুর্ঘটনার নিহতদের লাশ। দুর্ঘটনার পর লাশগুলো রাজশাহী মেডিকেলে নেওয়ার পর ওই ভিডিওটি ধারণ করা হয়।

উল্লেখ্য, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল অবকাঠামোগতভাবে একই রকম দেখতে।

Exit mobile version