Site icon Jamuna Television

যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নুরুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গাজীপুরে ১০ দিনব্যাপী শোক কর্মসূচি

বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গাজীপুরে দশ দিনব্যাপী শোক পালনের কর্মসূচি

যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গাজীপুরের শফিপুরে ১০ দিনব্যাপী শোক পালনের কর্মসূচি পালন করছে যমুনা স্পিনিং ডিভিশন।

স্বাস্থ্যবিধি মেনে প্রতিদিন কোরআন খতম ও সব কর্মকর্তা-কর্মচারী কালো ব্যাজ ধারণ করছেন। কর্মসূচির অংশ হিসাবে বৃহস্পতিবার (৮ জুলাই) সকালে শোকসভা অনুষ্ঠিত হয়।

শোকসভায় বক্তারা স্মৃতিচারণ করে বলেন, দেশের স্বাধীনতা সংগ্রামে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের যেমন গৌরবোজ্জ্বল ভূমিকা ছিল, তেমনি দেশের অর্থনৈতিক উন্নয়নেও তিনি ভূমিকা রেখেছিলেন। তার রেখে যাওয়া আদর্শ ধারণ করে দেশের জন্য কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তারা।

Exit mobile version