Site icon Jamuna Television

যুগান্তরের খুলনা ব্যুরো প্রধান মোস্তফা কামাল মারা গেছেন

যুগান্তরের খুলনা ব্যুরো প্রধান মোস্তফা কামাল। ফাইল ছবি

খুলনা ব্যুরো:

দৈনিক যুগান্তরের খুলনা ব্যুরো প্রধান মোস্তফা কামাল করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় তার মৃত্যু নিশ্চিত করেছেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫২ বছর। তার স্ত্রী ও তিন ছেলে রয়েছে।

গত ১ জুলাই থেকে করোনা উপসর্গ নিয়ে মোস্তফা কামাল নগরীর খালিশপুর আলমনগরে নিজ বাসায় চিকিৎসাধীন ছিলেন। পাশাপাশি তিনি হার্ট ও কিডনি রোগে ভুগছিলেন।

বুধবার সন্ধ্যায় তার করোনা পজেটিভ শনাক্ত হয়। রাত ১২ টার পর থেকে তিনি শ্বাস প্রশ্বাস নিতে পারছিলেন না। রাত একটায় অবস্থার অবনতি ঘটলে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

সদাহাস্যজ্বল এই গণমাধ্যমকর্মীর মৃত্যুর খবর পেয়ে তার দীর্ঘদিনের সহকর্মী ও শুভানুধ্যায়ীরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভিড় করেন।

আজ জুম্মার নামাজ শেষে আলমনগরে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Exit mobile version