Site icon Jamuna Television

সিনেমার ভবিষ্যদ্বাণী করলেন শাহরুখ

টেলিভিশন ও ডিজিটাল মাধ্যমে দেখানো সিরিয়ালের জনপ্রিয়তার ধাক্কাটা বেশ অনুভব করছে সিনেমা শিল্প। পাশাপাশি প্রযুক্তি দুর্বার গতি সিনেমা শিল্প ও সিনেমা হলের ব্যবসাকে কঠিন পরীক্ষার মুখে ফেলেছে।

এ শিল্পের ভবিষ্যৎ নিয়ে সিনেমা সংশ্লিষ্টদের কপালে বড় ধরনের ভাঁজ তৈরি হয়েছে। শঙ্কিত ভবিষ্যত নিয়ে বলিউডের সবচেয়ে বড় ‘সেলসম্যান’ শাহরুখ খানই মুখলেন।

নয়া দিল্লিতে ইটি গ্লোবাল বিজনেস সামিটে তিনি বলেন, “সিনেমার বিষয়বস্তুতে আমুল পরিবর্তন ঘটবে-দৈর্ঘ্য কমে আসবে, কোনো বিরতি থাকবে না। সামাজিক ও মনস্তাত্ত্বিক বিষয়ের পরিবর্তে দৈহিক ঘটনাবলী নিয়ে সিনেমার ঘটনাগুলো গড়ে উঠবে।”

ডিজিটালকরণ এবং বিগ ডাটা ফলে সিনেমা তৈরি পুরো প্রক্রিয়ায় ঘটতে যাওয়া পরিবর্তনগুলো নিয়ে স্বভাবজাত হাস্য কৌতুকে মাধ্যমে তুলে ধরেন বলিউড বাদশাহ।

চলতি বছরের শেষে শাহরুখ অভিনীত জিরো সিনেমাটি মুক্তি পাওয়া কথা রয়েছে। এতে তিনি একজন বামুনের চরিত্রে অভিনয় করবেন। নায়িকা হিসেবে ‘বামুন’ শাহরুখে ব্পিরীতে থাকছেন মিসেস আনুশকা কোহলি এবং বলিউড ‘বার্বি ডল’ ক্যাটরিনা।

যমুনা অনলাইন: এফএইচ

Exit mobile version