Site icon Jamuna Television

এবার আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করলো যুক্তরাজ্য

এবার আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করলো যুক্তরাজ্য

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের পর এবার আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করলো যুক্তরাজ্য। বৃহস্পতিবার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন জানান, এরইমধ্যে বেশিরভাগ সেনা সরিয়ে নেয়া হয়েছে।

২০০১ সালে আফগানিস্তানে সেনা মোতায়েন করেছিল যুক্তরাজ্য। সেনা প্রত্যাহার করা হলেও আফগানিস্তানের সাথে কূটনৈতিক সম্পর্কে কোনো ঘাটতি হবে না বলে আশা করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

এদিকে আফগানিস্তানের বিভিন্ন এলাকায় তালেবানের সাথে সরকারি বাহিনীর সংঘর্ষ অব্যাহত আছে। এছাড়া তাদের কাছ থেকে লাংঘমকান প্রদেশের বেশ কয়েকটি এলাকা উদ্ধার করেছেন আফগান সেনারা।

জানা যায়, তালেবানের সঙ্গে লড়াইয়ে এ পর্যন্ত ৪৫৭ জন ব্রিটিশ সেনা আফগানিস্তানে নিহত হয়েছেন।

এনএনআর/

Exit mobile version