Site icon Jamuna Television

বিশ্বে করোনায় মোট মৃত্যু ছাড়িয়েছে ৪০ লাখ ২৫ হাজার

বিশ্বে করোনায় মোট মৃত্যু ছাড়িয়েছে ৪০ লাখ ২৫ হাজার

ছবি: সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে ৮ হাজারের বেশি প্রাণ গেলো করোনাভাইরাসে। মহামারিতে মোট মৃত্যু ছাড়িয়েছে ৪০ লাখ ২৫ হাজার। নতুন সংক্রমিত শনাক্ত হয়েছে ৪ লাখ ৬৩ হাজারের বেশি। মোট আক্রান্তের সংখ্যা ছাড়ালো ১৮ কোটি ৬৩ লাখ।

দৈনিক প্রাণহানি আর সংক্রমণের শীর্ষে এখনও ব্রাজিল। বৃহস্পতিবার ১ হাজার ৭৩৩ জনের মৃত্যু হয়েছে দেশটিতে। ৫৩ হাজার ৭শ’য়ের বেশি আক্রান্ত শনাক্ত হয়েছে।

এদিন পরের অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়া। ২৪ ঘণ্টায় ৮৫২ জনের মৃত্যু হয়েছে দেশটিতে। রাশিয়ায় একদিনে প্রাণহানি ৭৩৪ জনের। ৫৭৭ জন মৃত্যু রেকর্ড করেছে কলম্বিয়া। আর্জেন্টিনায় প্রাণহানি দাড়িয়েছে ৪৬৫ জনে।

বৃহস্পতিবার ভারতে বেশ খানিকটা কমেছে কোভিডে মৃত্যুর সংখ্যা। এদিন ৪৭০ জনের প্রাণ গেছে দেশটিতে। দক্ষিণ আফ্রিকায় ৪৬০ জনের মৃত্যু হয়েছে।

এনএনআর/

Exit mobile version