Site icon Jamuna Television

দোড়গোড়ায় অলিম্পিক; টোকিওতে জরুরি অবস্থা জারি

টোকিওতে বসতে যাচ্ছে অলিম্পিকের এবারের আসর।

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় জাপানের টোকিওতে জারি করা হয়েছে জরুরি অবস্থা। অলিম্পিক শুরুর আগে অবস্থা স্বাভাবিক করতেই এমন সিদ্ধান্ত দেশটির। পাশাপাশি আসন্ন অলিম্পিকে দর্শক উপস্থিতিও নিষিদ্ধ করেছে জাপান সরকার।

আর মাত্র দুই সপ্তাহ পর পর্দা উঠবে টোকিও অলিম্পিকের। তার আগে করোনা সংক্রমণ বৃদ্ধি পেয়েছে রাজধানী টোকিওতে। এছাড়া করোনার ডেল্টা ধরণ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে আয়োজক কর্তৃপক্ষ।

তাই আগামী ১২ জুলাই থেকে ২২ আগস্ট জরুরি অবস্থা জারি করেছে দেশটির সরকার। এছাড়া শুরুতে সীমিত দর্শক উপস্থিতির কথা বলা হলেও সে সিদ্ধান্ত সরে এসেছেন আয়োজকরা। তবে পরিস্থিতির উন্নতি হলে নির্ধারিত সময়ের আগেই প্রত্যাহার করা হতে পারে জরুরি অবস্থা।

Exit mobile version