Site icon Jamuna Television

কুষ্টিয়ায় করোনা ইউনিটে আরও ২২ জনের মৃত্যু

কুষ্টিয়ায় করোনা ইউনিটে আরও ২২ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ২২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ১২ জন ও উপসর্গে ১০ জন মারা যান।

বৃহস্পতিবার (৮ জুলাই) সকাল ৮টা থেকে শুক্রবার (৯ জুলাই) সকাল ৮টার মধ্যে মারা যান তারা।

কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় আরও ২২০ করোনা রোগী শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৭ দশমিক ৭৭ শতাংশ। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৮৮৪ জন। মৃত্যু হয়েছে ৩০৮ জনের। আর সুস্থ হয়েছেন ৬ হাজার ২৭৫ জন।

এনএনআর/

Exit mobile version