Site icon Jamuna Television

গাঁজা-ফেন্সিডিলসহ আড়ানী পৌর মেয়র গ্রেফতার

রাজশাহীর আড়ানী পৌরসভার মেয়র মুক্তার আলী।

গাঁজা-ফেন্সিডিল ও অস্ত্রসহ রাজশাহীর আড়ানী পৌরসভার মেয়র মুক্তার আলীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার ভোর পাঁচটার দিকে পাবনার ঈশ্বরদীতে অভিযান চালিয়ে গোয়েন্দা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে।

ভোরেই পুলিশ তাকে নিয়ে উপস্থিত হয় আড়ানীতে মেয়রের নিজ বাড়িতে। সেখানে তল্লাশি চালিয়ে চার বোতল ফেন্সিডিল, একশ গ্রাম গাঁজা, নগদ এক লাখ টাকা এবং ধারালো অস্ত্র উদ্ধার করে।

এর আগে, স্থানীয় এক কলেজ শিক্ষকের ওপর হামলা ও বাড়ি ভাংচুরের মামলায় গত ৭ জুলাই মেয়রের বাড়িতে অভিযান চালানো হয়। পুলিশ যাওয়ার আগেই গা ঢাকা দেন মেয়র। তার বাড়িতে অভিযান চালিয়ে চারটি আগ্নেয়াস্ত্র, গুলি, মাদক এবং প্রায় এক কোটি টাকা উদ্ধার হয়। সেসময় মেয়রের স্ত্রী ও দুই ভাতিজাকে গ্রেফতার করে পুলিশ। তখন থেকেই পলাতক ছিল মুক্তার আলী।

ইউএইচ/

Exit mobile version