Site icon Jamuna Television

ফেরিঘাটে হঠাৎ বেড়েছে ঘরমুখো মানুষের ভিড়

ফেরিঘাটে বেড়েছে ঘরমুখো মানুষের ভিড়।

কঠোর বিধিনিষেধ উপেক্ষা করে ফেরিঘাটে হঠাৎই বেড়েছে মানুষের ভিড়। শুক্রবার সকাল থেকে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে নদী পার হতে দেখা যায় ঘরমুখো মানুষকে। ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে তারা ভেঙে ভেঙে ঘাটে পৌঁছায়।

ঘাট কর্তৃপক্ষ জানায়, ঈদ উদযাপনে অনেকেই গ্রামে যাচ্ছেন। ফেরিতে যাত্রী পারাপারে নিষেধ করা হলেও কোনোভাবেই তাদের ঠেকানো যাচ্ছে না। এ অবস্থায় উপেক্ষিত স্বাস্থ্যবিধি।

এদিকে, ঘাটে পারাপারের অপেক্ষায় শত শত যানবাহন। বর্তমানে শিমুলিয়া-বাংলাবাজার নৌ-রুটে ১০টি ফেরি চলাচল করছে। তুলনামূলক কম যাত্রী থাকলেও পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটেও ঘরমুখো মানুষের চাপ রয়েছে।

ইউএইচ/

Exit mobile version