Site icon Jamuna Television

দেশে করোনায় রেকর্ড ২১২ মৃত্যু, শনাক্ত ছাড়ালো ১০ লাখ

ছবি: প্রতীকী

দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় রেকর্ড প্রাণহানি হয়েছে আরও ২১২ জনের। এ নিয়ে মোট প্রাণহানি হলো ১৬ হাজার ৪ জনের। ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ৩০.৯৫ শতাংশ। নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৬ হাজার ৫৮৬টি।

শুক্রবার (৯ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন আরও ১১ হাজার ৩২৪ জন। এ নিয়ে মোট করোনা শনাক্ত হলো ১০ লাখ ৫৪৩ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬ হাজার ৩৮ জন। এ নিয়ে মোট সুস্থ হলো ৮ লাখ ৬২ হাজার ৩৮২।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মৃত ২১২ জনের মধ্যে পুরুষ ১১৯ জন আর ৯৩ জন নারী। বিভাগ ভিত্তিক প্রাণহানির হিসাবে খুলনায় সর্বোচ্চ ৭৯ জন মারা গেছেন।

উল্লেখ্য, দেশে করোনার প্রথম সংক্রমণ শনাক্ত হয়েছিলো গত বছরের ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

ইউএইচ/

Exit mobile version