Site icon Jamuna Television

মোবাইল টিমের মাধ্যমে ভ্যাকসিন কার্যক্রম শুরু করেছে ইন্দোনেশিয়া

ইন্দোনেশিয়ায় মোবাইল টিমের মাধ্যমে চলছে ভ্যাকসিন কার্যক্রম।

মোবাইল টিমের মাধ্যমে সুবিধাবঞ্চিতদের ভ্যাকসিন কার্যক্রম শুরু করেছে ইন্দোনেশিয়া। শুক্রবার থেকে রাজধানী জাকার্তায় শুরু হয় টিকাদান। প্রাথমিকভাবে ১৬টি টিম নিয়োগ করেছে কর্তৃপক্ষ।

জানানো হয়, প্রতিটি ক্যাম্পে ১০০ জনকে টিকা দেয়া হবে। স্বাস্থ্যসেবা বঞ্চিতদের টিকার আওতায় আনতেই নেয়া হয়েছে এ উদ্যোগ।

দেশটিতে ২৭ কোটি জনসংখ্যার মধ্যে এখন পর্যন্ত মাত্র দেড় কোটি মানুষকে দুই ডোজ টিকা দেয়া হয়েছে।

ইউএইচ/

Exit mobile version