Site icon Jamuna Television

টেস্ট থেকে অবসর নিতে পারেন মাহমুদউল্লাহ

মাহমুদউল্লাহ রিয়াদ। ফাইল ছবি।

টেস্ট ক্রিকেট থেকে অবসর নিতে পারেন মাহমুদউল্লাহ রিয়াদ। বিসিবি সূত্রে জানা গেছে, আজ সকালে (৯ জুলাই) টিম মি‌টিং‌য়ে টেস্ট ক্রিকেট থে‌কে অবস‌র নেয়ার ই‌চ্ছের কথা জা‌নি‌য়ে‌ছেন তিনি।

জিম্বাবুয়ের বিপক্ষে চলতি হারারে টেস্টে মাহমুদউল্লাহর অপরাজিত ১৫০ রানের উপর ভর করে প্রথম ইনিংসে ৪৬৮ রানের বড় সংগ্রহ পায় বাংলাদেশ।

উল্লেখ্য, প্রায় দেড় বছর পর টেস্টে ফিরে ৫০তম টেস্ট খেলছেন মাহমুদউল্লাহ। প্রত্যাবর্তনে দেড়শো রানের ইনিংসে আবারও যখন দলে তার অপরিহার্যতা প্রমাণিত হলো তখনই হয়তো আসতে যাচ্ছে তার অবসরের ঘোষণা।

Exit mobile version