Site icon Jamuna Television

করোনার ভ্যাকসিন গ্রহণ না করা শিশু ও শিক্ষকদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নীতিমালা নির্ধারণ

করোনার ভ্যাকসিন গ্রহণ না করা শিশু ও শিক্ষকদের জন্য নতুন নীতিমালা নির্ধারণ করলো যুক্তরাষ্ট্রের রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রক কেন্দ্র। ছবি: সংগৃহীত

করোনার ভ্যাকসিন গ্রহণ করেনি এমন শিশু ও শিক্ষকদের জন্য নতুন নীতিমালা নির্ধারণ করলো যুক্তরাষ্ট্রের রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রক কেন্দ্র (সিডিসি)।

শুক্রবার (১০ জুলাই) বিবৃতিতে জানানো হয়, ভ্যাকসিনের একটি ডোজ পেয়েছেন এমন ব্যক্তির ক্ষেত্রেও প্রযোজ্য হবে বিধিমালাটি। স্কুলে অবস্থানকালে শিশুদের বাধ্যতামূলক পড়তে হবে মাস্ক। মানতে হবে ৩ ফুটের শারীরিক দূরত্বও। কিন্ডারগার্টেন থেকে টুয়েলভ স্ট্যার্ন্ডাডের ক্লাসগুলোকে মানতে হবে এ বিধিনিষেধ।

একইসাথে স্কুল কর্তৃপক্ষকে নজরদারি বৃদ্ধির নির্দেশ দিয়েছে সিডিসি। কারণ, শিক্ষা প্রতিষ্ঠানে করোনাভাইরাসের বিস্তার লক্ষ্য করেই পরবর্তী বিধিনিষেধ প্রত্যাহার করা হবে। দ্রত স্বাভাবিক পরিবেশে ফিরতেই টিকাদানের ওপর গুরুত্বারোপ করছে সরকার।

Exit mobile version