Site icon Jamuna Television

আর্জেন্টিনার পক্ষে গেলেন বাফুফে সভাপতি

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাহউদ্দিন।

আর্জেন্টিনা-ব্রাজিলের মধ্যকার ফাইনালে আর্জেন্টিনার পক্ষে গেলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাহউদ্দিন। ফাইনালে মেসির আর্জেন্টিনার জয়ের পাল্লা ভারি বলে মন্তব্য করেছেন তিনি।

এক যুগের বেশি সময় পর কোপার ফাইনালে ব্রাজিল-আর্জেন্টিনা। পুরো ফুটবল বিশ্ব এই মহারণকে ঘিরে দ্বিধাবিভক্ত। সেই ছোয়া লেগেছে বাফুফে সভাপতির গায়েও।

বাফুফে সভাপতি বলেন, দুই দলই সেরা, দুই দলই ক্ষুধার্ত। যে কেউ জিততে পারে। তবে আমি আর্জেন্টিনার দিকেই যাচ্ছি। সেই দলে মেসি-ডি মারিয়া আছে যারা যেকোনো মুহূর্তে খেলার দৃশ্যপট বদলে দিতে পারে। আর মেসির জন্য এটিই হয়তো শেষ ফাইনাল।

কথা বলতে বলতে সালাহউদ্দিন ফিরে গেলেন নিজের খেলোয়াড়ি সময়ে। সেসময় বাংলাদেশে আবাহনী-মোহামেডান নিয়ে বেশি উৎসব হতো। সে উৎসব আবারো ফিরিয়ে আনতে ফুটবলারদেরকে মাঠে ভালো করতে হবে বলে জানান বাফুফে বস। সেই সাথে আর্জেন্টিনা-ব্রাজিল ম্যাচ বাংলাদেশের ফুটবলারদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলেও মত তার।

Exit mobile version