Site icon Jamuna Television

নারায়ণগঞ্জে বাস-লরি সংঘর্ষে ৮ জন নিহত

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের ত্রিবর্দীতে যাত্রীবাহী বাসের সাথে লরির সংঘর্ষে আট জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ২০ জন।

সোনারগাঁও থানা পুলিশ জানায়, ঢাকা থেকে সিডিএম পরিবহনের একটি বাস চট্টগ্রামে যাচ্ছিল। ঢাকা-চট্টগ্রাম মহসড়কের ত্রিবর্দী এলাকায় পৌঁছালে বাসটি পেছন থেকে একটি লরিকে ধাক্কা দেয়। দুমড়ে-মুচড়ে যায় বাসটি। ঘটনাস্থলেই নিহত হয় দুই জন। সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর আরো ২ জন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় ৪ জনের। নিহতদের মধ্যে দুই জন শিশু, চারজন পুরুষ আর বাকীরা নারী।

Exit mobile version