Site icon Jamuna Television

হাতকড়া নিয়েই পালালো হত্যাচেষ্টা মামলার আসামি

পুলিশের কাছ থেকে হাতকড়া নিয়েই পালিয়েছে আসামি।

মাদারীপুরে পুলিশের কাছ থেকে হাতকড়া পরা অবস্থায় হত্যাচেষ্টা মামলার এক আসামি পালানোর ঘটনা ঘটেছে। এ ঘটনায় সদর মডেল থানায় মামলা করেছে পুলিশ। শুক্রবার (৯ জুলাই) বিকেলে এই ঘটনা ঘটলেও শনিবার (১০ জুলাই) বিষয়টি জানাজানি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, পহেলা জুলাই সদর উপজেলার ত্রিভাগদি এলাকায় কৃষক সৈয়দ আলী বেপারীকে মারধর করে ৫ থেকে ৬ জন দুর্বৃত্ত। এই ঘটনায় ওইদিনই একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন ভুক্তভোগীর ছেলে। পরে অভিযান চালিয়ে শুক্রবার দুপুরে হুগলি গ্রাম থেকে মামলার প্রধান আসামী সাহাবুদ্দিনকে গ্রেফতার করে সদর মডেল থানা পুলিশ।

হাতকড়া পরিয়ে তাকে থানায় নিয়ে আসার পথে সে মোস্তফাপুর থেকে পালিয়ে যায় বলে দাবি পুলিশের।

Exit mobile version