Site icon Jamuna Television

ঠাকুরগাঁওয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিক গ্রেফতার

দৈনিক ইত্তেফাকের ঠাকুরগাঁও প্রতিনিধি তানভীর হাসান তানু। ছবি: সংগৃহীত।

ঠাকুরগাঁওয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় গ্রেফতার হয়েছেন দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি তানভীর হাসান তানু। শনিবার (১০ জুলাই) সন্ধ্যায় ঠাকুরগাঁও সদর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে রোগীদের খাদ্য সরবরাহে দুর্নীতি নিয়ে রিপোর্ট করায় দৈনিক ইত্তেফাক, বাংলাদেশ প্রতিদিন ও জাগো নিউজের ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিসহ অজ্ঞাতনামা আরও বেশ কয়েকজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে সদর থানায় মামলা দায়ের করেন হাসপাতালটির তত্ত্বাবধায়ক।

গ্রেফতারের পর শনিবার রাতেই ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সামনে জেলায় কর্মরত সাংবাদিকরা এর প্রতিবাদ ও নিন্দা জানান।

Exit mobile version