Site icon Jamuna Television

ইউরোর ফাইনালের আগে শাস্তির মুখে ইংল্যান্ড

ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনকে ৩০ হাজার ইউরো জরিমানা করেছে উয়েফা। ছবি: সংগৃহীত

ইউরোর ফাইনালের আগে শাস্তির মুখে পড়েছে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন। তাদেরকে ৩০ হাজার ইউরো জরিমানা করেছে উয়েফা।

সেমিফাইনালে ডেনমার্কের বিপক্ষে সমর্থকদের শৃঙ্খলাভঙ্গের দায়ে এ শাস্তি দেয় ইউরো। ম্যাচে হ্যারি কেইনের নেয়া পেনাল্টির সময় ড্যানিশ গোলরক্ষক স্নাইকেলের মুখে লেজার লাইট ফেলাসহ গুরুতর অভিযোগ ছিল ইংলিশ সমর্থকদের বিপক্ষে। পাশাপাশি ডেনমার্কের জাতীয় সঙ্গীতের সময় দুয়োধ্বনি দেয়াসহ গ্যালারিতে আতশবাজি পোড়ানোর অভিযোগ ইংলিশ সমর্থকদের বিরুদ্ধে।

তদন্ত শেষে ঘটনার সত্যতা পায় উয়েফা। এজন্য ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনকে করা হয় আর্থিক জরিমানা।

Exit mobile version