Site icon Jamuna Television

ব্যাটিং ব্যর্থতায় ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও পাকিস্তানের হার

ইংল্যান্ড-পাকিস্তান ওয়ানডে সিরিজে ২-০ তে এগিয়ে ইংল্যান্ড। ছবি: সংগৃহীত

ব্যাটিং ব্যর্থতায় টানা দ্বিতীয় ম্যাচে হারলো পাকিস্তান। শনিবার লর্ডসে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ইংল্যান্ড জিতেছে ৫২ রানের ব্যবধানে। তিন ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল ইংলিশ শিবির।

আগে ব্যাট করতে নেমে ইংল্যান্ড ৪৫.২ ওভারে অল আউট হয় ২৪৭ রানে। ৫৪ বলে ১০ চারে ৬০ রান করেন সল্ট। ৫২ বলে আট চারে ৫৬ রান করেন ভিঞ্চ। তবে ব্যাট হাতে কাজের কাজ করতে পারেনি পাকিস্তানের ব্যাটসম্যানরা। ৪৭ ওভারে নেমে আসা ম্যাচে পাকিস্তান অল আউট হয় ৪১ ওভারে ১৯৫ রান করেই। মিডল অর্ডারে শাকিল করেন সর্বোচ্চ ৫৬ রান। ১৭ বলে ৩১ রান করেন হাসান আলী। বল হাতে ইংল্যান্ডের হয়ে ম্যাচসেরা লুইস গ্রেগরি তিনটি উইকেট নেন।

আগামী ১৩ জুলাই বার্মিংহামে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে।

Exit mobile version