Site icon Jamuna Television

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে বন্দিদের বিক্ষোভ

যশোর শিশু উন্নয়ন কেন্দ্র। ছবি: সংগৃহীত

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে আবারও বিক্ষোভ করেছে বন্দিরা। এসময় ভাঙচুরও চালিয়েছে তারা।

কেন্দ্র কর্তৃপক্ষ জানায়, খাবারের জন্য বরাদ্দ বাড়ানোসহ বেশকিছু দাবিতে বেশকিছু দিন ধরেই অসন্তোষ বিরাজ করছিল যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে।

শনিবার (১০ জুলাই) রাত ১০ টার দিকে দাবি আদায়ে বিক্ষোভে নামে বন্দিরা। একপর্যায়ে ভাঙচুর চালায় তারা। খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে যান। এসময় সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

Exit mobile version