Site icon Jamuna Television

ভারতের মাদকবিরোধী অভিযানে প্রায় ৩৪ কোটি ডলার মূল্যের হেরোইন জব্দ

ভারতের মাদকবিরোধী অভিযানে ৩৫৪ কেজি হিরোইন ও ১০০ কেজি তরল মরফিন জব্দ করেছে পুলিশ। ছবি: সংগৃহীত

ভারতের মাদকবিরোধী অভিযানে জব্দ হলো ৩৩ কোটি ৭০ লাখ ডলার মূল্যের হেরোইন যা ভারতীয় মুদ্রায় প্রায় আড়াই হাজার কোটি রুপি।

ভারতের রাজধানী দিল্লির অভিযানে আটক হয়েছে চার সন্দেহভাজন মাদক ব্যবসায়ী। কর্তৃপক্ষ জানিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীর ফরিদাবাদে পুলিশের বিশেষ ইউনিট তল্লাশি চালিয়ে ৩৫৪ কেজি হেরোইন ও ১০০ কেজি তরল মরফিন উদ্ধার করে।

মাদক চক্রটির সাথে আফগানিস্তানের সংযোগ আছে বলে প্রাথমিক তদন্তের ভিত্তিতে জানিয়েছে পুলিশ। আটকদের জিজ্ঞাসাবাদ চলছে।

Exit mobile version