Site icon Jamuna Television

কঠোর বিধিনিষেধের মধ্যে সরকারি অফিসের দফতর চলবে ভার্চুয়ালি

করোনা সংক্রমণ ঠেকাতে চলমান কঠোর বিধিনিষেধের মধ্যে সরকারি অফিসের দাফতরিক কার্যক্রমসমূহ ভার্চুয়ালি করার নির্দেশ দিয়েছে সরকার।

রোববার (১১ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো. রেজাউল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা জারি করা হয়েছে। সিনিয়র সচিবদের কাছে পাঠানো চিঠিতে সরকারের এ সিদ্ধান্তের কথা জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। চিঠিতে বলা হয়েছে, শাট ডাউনের বিধি-নিষেধে সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি অফিস বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে।

এ সময়ে সকল সরকারি অফিসের দাপ্তরিক কাজ ভার্চুয়ালি করতে সিনিয়র সচিবদের নির্দেশনা দেয়া হয়েছে। ভার্চুয়াল পদ্ধতির মধ্যে ই-নথি, ই-টেন্ডারিং, ই-মেইল, এসএমএস ও হোয়াটসঅ্যাপের কথা বলা হয়েছে।

Exit mobile version