Site icon Jamuna Television

সরকার বিরোধী আন্দোলনে উত্তাল আর্জেন্টিনা

আর্জেন্টিনায় সরকার বিরোধী আন্দোলনে রাজপথে নেমেছে হাজারো মানুষ।

সরকার বিরোধী আন্দোলনে উত্তাল আর্জেন্টিনা। করোনা মহামারির মাঝেই রাজপথে নেমেছে হাজারো মানুষ। শুক্রবার দেশটির স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানী বুয়েনস আয়ার্সে সকাল থেকেই জড়ো হয় বহু মানুষ।

সরকারকে দুর্নীতিগ্রস্ত বলে আখ্যা দিয়ে পদত্যাগ দাবি করেন তারা। অর্থনৈতিক সংকট থেকে মুক্তির দাবিতে তারা শ্লোগান দেন। কয়েক বছর ধরেই মুদ্রাস্ফীতিসহ ব্যাপক অর্থনৈতিক সংকটে ভুগছে আর্জেন্টিনা। মহামারিতে আরও অবনতি হয়েছে পরিস্থিতির। তীব্র হয়েছে খাদ্য সংকট। ক্ষতিগ্রস্ত স্বাস্থ্য ব্যবস্থাও।

সম্প্রতি জাতিসংঘের এক গবেষণায় দেখা গেছে, করোনাকালে দেশটিতে খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় এসেছে এক কোটি মানুষ। প্রতি ১০ শিশুর মধ্যে ৬টিই দারিদ্র্য সীমার নিচে অবস্থান করছে।

ইউএইচ/

Exit mobile version