Site icon Jamuna Television

সোমালিয়ায় আত্মঘাতী বোমা হামলায় ৮ জন নিহত

উদ্ধারকাজের সময় রয়টার্সের তোলা ছবি।

সোমালিয়ায় আত্মঘাতী বোমা হামলায় এক নারীসহ প্রাণ গেছে অন্তত ৮ জনের। শনিবার (১০ জুলাই) রাজধানী মোগাদিসুতে নিরাপত্তা বাহিনীকে টার্গেট করে চালানো এই হামলায় আরও আহত হয়েছে ৮ জন।

আহত অনেকের অবস্থাই গুরুতর। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে চিকিৎসকরা আশঙ্কা করছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানায়, ফারহান কারোল নামের এক জেষ্ঠ্য পুলিশ কর্মকর্তাকে হত্যার উদ্দেশ্যেই আত্মঘাতী হামলাটি চালানো হয়। তবে সৌভাগ্যক্রমে বেঁচে যান তিনি।

হামলার পর থেকে ঘটনাস্থলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি কেউ। তবে পুলিশের দাবি, উগ্রবাদী গোষ্ঠী আল-শাবাব চালিয়েছে এ হামলা।

সোমালিয়ায় প্রায়ই এ ধরনের হামলা চালায় সন্ত্রাসী সংগঠনটি। সরকারের পতন ঘটিয়ে ক্ষমতা দখলের লক্ষ্য তাদের। গত সপ্তাহেও এক বোমা বিস্ফোরণে আল শাবাব গোষ্ঠী ১০ জনকে হত্যা করে বলে খবর রয়েছে।

Exit mobile version