Site icon Jamuna Television

করোনায় সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা গোপন করছে সরকার: মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

করোনায় সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা গোপন করছে সরকার বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার দুপুরে ভার্চুয়াল এক ব্রিফিংয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, সরকারের চরম অব্যবস্থাপনার কারণেই করোনাকালে দেশজুড়ে ভয়াবহ রূপ ফুটে উঠছে। আইসিইউ সংকট থেকে শুরু করে স্বাস্থ্যখাতে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

মির্জা ফখরুল আরও বলেন, সাধারণ মানুষের কাছে অর্থ আর খাদ্য পৌঁছানো না গেলে কারফিউ কিংবা লকডাউন কোনো কাজে আসবে না। শ্রমজীবী মানুষের কাছে প্রণোদনার অর্থ পৌঁছে দেয়ার তাগিদ দেন তিনি। বলেন, সরকারের একলা চলো নীতির কারণেই এই ভয়াবহ পরিস্থিতি।

ইউএইচ/

Exit mobile version