Site icon Jamuna Television

জয় থেকে এক উইকেট দূরত্বে বাংলাদেশ

জিম্বাবুয়ের দ্বিতীয় ইনিংসে দারুণ বল করে ৪ উইকেট শিকার করেছেন তাসকিন ছবি: সংগৃহীত

একমাত্র টেস্টে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। জয়ের জন্য টাইগারদের প্রয়োজন এক উইকেট। শেষ দিনে শেষ খবর পাওয়া পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ ৯ উইকেটে ২৫১ রান। জয় থেকে এখনো ২২৬ রান পেছনে আছে তারা।

৩ উইকেটে ১৪০ রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করে জিম্বাবুয়ে। আগের দিনের সংগ্রহের সাথে ১৯ রান যোগ করতেই ফেরেন আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান ডিওন মায়ার্স। সুবিধা করতে পারেননি মিরাজের বলে ফেরা মারুমা। পরপর দুই ওভারে রয় কায়া ও চাকাভাকে ফিরিয়ে দেন তাসকিন আহমেদ। স্বল্প বিরতিতে ১০ রান করা ভিক্টরকেও ফেরান তাসকিন। এরপর ৫২ রান করা ডোনাল্ড ত্রিপানোকে ফেরান এবাদত হোসেন। ২২৯ রানে ৯ উইকেট হারায় জিম্বাবুয়ে।

এর আগে প্রথম ইনিংসে ৪৬৮ রান করা বাংলাদেশ সাদমান ও শান্তর সেঞ্চুরিতে ১ উইকেটে ২৮৪ রান করে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে। জিম্বাবুয়ের সামনে দাঁড়ায় ৪৭৭ রানের বিশাল টার্গেট।

Exit mobile version