Site icon Jamuna Television

বিশ্বে করোনায় আরও ৬ হাজারের বেশি মানুষের প্রাণহানি

বিশ্বে করোনায় আরও ৬ হাজারের বেশি মানুষের প্রাণহানি

ছবি: সংগৃহীত

বিশ্বে আরও ৬ হাজারের বেশি মানুষের প্রাণ কেড়ে নিলো- করোনাভাইরাস। সবমিলিয়ে মোট প্রাণহানি ৪০ লাখ ৪৯ হাজার।

২৪ ঘণ্টায় প্রথমবার দৈনিক মৃত্যুতালিকার শীর্ষে ছিলো ইন্দোনেশিয়া। দেশটিতে এদিন এক হাজার ৭ জন মারা গেছেন করোনায়; যা দ্বিতীয় সর্বোচ্চ। একইসাথে ৩৬ হাজারের বেশি মানুষের দেহে মিললো সংক্রমণ। এরপরই ছিলো রাশিয়ার অবস্থান। সাড়ে ৭শ’ মানুষের মৃত্যু লিপিবদ্ধ হয় রোববার।

প্রাণহানির দৈনিক সংখ্যাটি ৭২০ ভারতে। শনাক্তের দিক থেকে শীর্ষে থাকা দেশটিতে রোববারও সাড়ে ৩৭ হাজার মানুষের দেহে মিলে- ভাইরাসটি। ব্রাজিলে কিছুটা কমেছে ভয়াবহতা। দৈনিক মৃত্যু ৬শ’র মতো, শনাক্ত ২১ হাজার। এদিন ৫২৮ জনের মৃত্যু দেখলো কলম্বিয়া।

বিশ্বে আরও ৩ লাখ ৭০ হাজার মানুষের দেহে মিললো- করোনা। মোট শনাক্ত পৌণে ১৯ কোটি।

এনএনআর/

Exit mobile version