Site icon Jamuna Television

নাদাল-ফেদেরারের রেকর্ডে ভাগ বসালেন নোভাক জকোভিচ

ষষ্ঠ উইম্বলডন শিরোপা জিতেছেন নোভাক জকোভিচ। ছবি: সংগৃহীত।

ইতালিয়ান ভেরেত্তিনিকে হারিয়ে উইম্বলডনের ষষ্ঠ শিরোপা জিতলেন নোভাক জকোভিচ। এই জয়ে রজার ফেদেরার ও রাফায়েল নাদালের সমান রেকর্ড ২০ গ্র্যান্ডস্লাম জিতলেন এই সার্বিয়ান তারকা। প্রথমে পিছিয়ে পড়ে ভেরেত্তেনিকে হারিয়েছেন ৩-১ সেটে।

সেরাদের কাতারে নাম লেখানোর পালায় এবারের গ্র্যান্ডস্লামের ফাইনালে ভেরেত্তিনির বিপক্ষে যেন কিছুটা চাপেই ছিলেন নোভাক জকোভিচ। প্রথম সেটের ফলাফল দেখলে অন্তত তাই মনে হবে। ভালো অবস্থানে থেকেও ইতালিয়ান ভেরেত্তিনের কাছে টাইব্রেকে হেরে বসেন জকোভিচ।

অল ইংল্যান্ড ক্লাবের সেন্টার কোর্টের ১৫ হাজার দর্শকের মাঝে তখন গুঞ্জন শুরু হয়ে গেছে নোভাক কি পারবেন ফেদেরার-নাদালের পাশে নাম লেখাতে? নাকি নতুন চ্যাম্পিয়ন পাবে উইম্বলডন। এমন গুঞ্জন অবশ্য বেশিক্ষণ স্থায়ী হতে দেননি সার্বিয়ান তারকা। দ্বিতীয় সেটেই ঘুরে দাঁড়িয়ে দারুণ জয় তুলে নেন ৬-৪ গেমে। আসরের ৭ম বাছাই ভেরেত্তিনিকে তৃতীয় সেটেও হারান একই ব্যবধানে।

আর সবশেষ সেটে জয় তুলে নেন আরোও সহজে। ৬-৩ গেমের জয়ে জিতে নেন উইম্বলডনের ষষ্ঠ শিরোপা, নাম লেখান রজার ফেদেরার আর রাফায়েল নাদালের পাশে। তিনজনই এখন ২০ টি করে গ্র্যান্ডস্লামের মালিক।

Exit mobile version