Site icon Jamuna Television

ম্যাচ জিতে টিভি সাক্ষাৎকারের সময় পড়ে গেলেন, অতঃপর মৃত্যু

মারমুখী বক্সিং ম্যাচ মাত্র শেষ হয়েছে। বিজয়ীর বেশে হাত তুলে দর্শকদের অভিবাদন গ্রহণ করছিলেন। এসময় সাংবাদিকরা এগিয়ে গেলে কথা বললেন তাদের সাথে। একজন টিভি রিপোর্টার মাইক্রোফোন বাড়িয়ে দিয়ে স্কট ওয়েস্টগ্রাথের প্রতিক্রিয়া জানতে চাইলেন। কয়েক কথা বলার পর বুকে ব্যথা অনুভূত হলো এই ব্রিটিশ বক্সারের। পেছন দিকে বাঁকা হয়ে পড়ে গেলেন মাটিতে।

চিকিৎসকরা দৌড়ে এসে নিয়ে গেলেন হাসপাতালে। কিছুক্ষণ পর এল মর্মান্তিক খবরটি। স্কট আর নেই। শনিবার রাতে এ ঘটনা ঘটেছে ব্রিটেনের হালামশায়ারে।

স্কটের মৃত্যুতে নির্বাক তার ভক্ত-স্বজন এমনকি একটু আগে যার সাথে লড়ে জিতেছিলেন সেই ডেক স্পেলম্যানও। টুইটারে শোক জানিয়েছেন সাবেক ও বর্তমান বক্সিং কিংবদন্তিরা।

স্পেলম্যান লিখেছেন, হৃদয়টা ভেঙে গেছে। কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি। তার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা রইলো।

Exit mobile version