Site icon Jamuna Television

সমাজতান্ত্রিক সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল কিউবা

সমাজতান্ত্রিক সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল কিউবা

ছবি: সংগৃহীত

সমাজতান্ত্রিক সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল কিউবা। রোববার রাজধানীসহ বেশকিছু শহরের রাস্তায় নামেন হাজার-হাজার মানুষ।

স্বাধীনতা, গণতন্ত্র এবং করোনা মহামারি মোকাবেলায় ভ্যাকসিনের দাবিতে শ্লোগান দেন বিক্ষোভকারীরা। কম্যুনিস্ট শাসনের কিউবায় যেকোন বিক্ষোভই বিরল ঘটনা। কিন্তু করোনা ভয়াবহতার সময় বিপুল সংখ্যক মানুষের জড়ো হওয়ায় বিষয়টি উঠে এসেছে আলোচনায়।

সরকার বিরোধীদের দাবি, ৩০ বছরের মধ্যে এটাই সবচেয়ে বড় আন্দোলন। কারণ মানুষ খাদ্য ও বিদ্যুৎ সংকটে ক্ষুব্ধ।

দেশটির প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ ক্যানেল বিদ্যুৎ সংকটের কথা স্বীকার করলেও; বিক্ষোভে ইন্ধন যোগানোর জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেন। একইদিন রাজধানী হাভানায় পাল্টা মিছিল করেন কম্যুনিস্ট সমর্থকরাও।

এনএনআর/

Exit mobile version